ক্যাপিটাল মার্কেট এক্সপো শোভাযাত্রা করল অর্থসূচক

প্রকাশ: ২০১৬-১১-৩০ ১৬:০৭:০৫


ralyপুঁজিবাজারের ব্র্যান্ডিংয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০১৬। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) দ্বিতীয়বারের মতো এ এক্সপো আয়োজন করছে দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক প্রথম অনলাইন নিউজপোর্টাল অর্থসূচক ডট কম। ৩ দিনের এ শেয়ারবাজার মেলা উপলক্ষে আজ বুধবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।

বুধবার সাড়ে ১১টায় মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়; যা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অফিসের সামনে ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কামরুন নাহার শরমিন ও অর্থসূচক পরিবারের সদস্যরা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী, স্টারলিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী মো. নাসির উদ্দীনসহ এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ), রাজধানীর অন্যান্য ব্রোকারেজ হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সির উধ্বর্তন কর্মকর্তা ও বিনিয়োগকারীরা।

শোভাযাত্রা শেষে অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান বলেন, অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান, নতুন ব্র্যান্ডিং এবং বাজার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন।

সানবিডি/ঢাকা/এসএস