সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি
আপডেট: ২০১৬-১২-০১ ১৬:৩৯:৩৪
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ৩৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায় দেয়া হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।
আজ বুধবার মামলার সর্বশেষ ধাপ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেছে আদালত।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে এনসিসি’র প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করা হয়।