বাংলা সাহিত্য, সংস্কৃতি চর্চার মাধ্যমে নববর্ষ বরণ ঢাকা কলেজ প্রাঙ্গনে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-০২ ১৫:০৩:১৫


উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠান সম্পন্ন করেছে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ। এতে শিক্ষক ও আবৃত্তি সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, গান, নান্দনিক উপস্থাপনার মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

বুধবার (১ জানুয়ারি) রাত  ৯ টা দিকে ঢাকা কলেজ মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাউথ হলের প্রভোস্ট প্রফেসর আনোয়ার মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহীন উদ্দিন সহ বিভিন্ন হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলীসহ আবৃত্তি সংসদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আবৃত্তি, গান, স্মৃতিচারণ, আলোক প্রজ্জোলনসহ নানা আয়োজনে ২০২৫ কে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রফেসর আনোয়ার মাহমুদ বলেন, আবৃত্তি সংসদের মতো সংগঠন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল মনন গঠনে কাজ করে যাচ্ছে। ব্যক্তিত্ব বিকাশে সুন্দর উচ্চারণের সাথে নানান সুকুমার বৃত্তি সংগঠনের সদস্যদের কে অন্য অনেক সংগঠনের সদস্যদের থেকে আলাদা করে তুলেছে।

আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা ও মডারেটর রহমতুল্লাহ রাজন বলেন, ফ্যাসিবাদের দোসররা গত দুটি বছর বিভিন্ন ট্যাগ দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করে এর অগ্রযাত্রাকে রুদ্ধ করতে চেয়েছিল কিন্তু ২৪ এর ছাত্র জনতার এই আন্দোলনের কারণে আবৃত্তি সংসদ আবার তার সৃজনশীল কাজের মাধ্যমে প্রায় দুইশত বছরের এই প্রতিষ্ঠানে ভাষা চর্চায় অবদান রেখে যাচ্ছে।

উল্লেখ্য ঢাকা কলেজ আবৃত্তি সংসদ স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রদের নিয়ে প্রতি মঙ্গলবার সকাল নয়টায় তাদের সাপ্তাহিক বৈঠক পরিচালনা করা হয়ে থাকে।

এম জি