কুয়েত সফরে জামায়াত আমির
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০১-০৮ ২০:১১:০৫
কুয়েত সফর শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সুধি সমাবেশে যোগ দেবেন তিনি।
কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর করছেন জামায়াত আমির।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে কুয়েত পৌঁছান তিনি।
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম জানান, তিনদিনের কুয়েত সফরে ডা. শফিকুর রহমান কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের শেষদিন শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি প্রীতি সমাবেশে যোগ দেবেন তিনি।
বিএইচ