বিএলএফসিএর নতুন নির্বাহী কমিটি ঘোষণা

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০১-০৮ ২১:৩৫:৪৮


বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী দুই বছরের জন্য নতুন ১১ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করেছে। ২০২৫-২৬ মেয়াদের জন্য এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন। আজ বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ ও অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. গোলাম সরওয়ার ভূঁইয়া (আইআইডিএফসি পিএলসি), নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), মোহাম্মদ শামসুল ইসলাম (ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), ইরতেজা আহমেদ খান (ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড), রিজওয়ান দাউদ সামস (আইপিডিসি ফাইন্যান্স পিএলসি) ও অসিত কুমার চক্রবর্ত্তী (স্ট্রাটেজিক ফাইন্যান্স পিএলসি)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা দেশের আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। —বিজ্ঞপ্তি