কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন, সেক্রেটারি মাহবুব

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-১০ ০৯:৫৮:০২


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৫ সেশনের জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আল মামুন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফকির মাহবুবুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাসান আল মামুন গত সেশনে জেলা দক্ষিণ শাখার সভাপতি ছিলেন। তিনি জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি ফকির মাহবুবুল আলম গত সেশনের জেলা দক্ষিণ শাখার সেক্রেটারির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় কামিল (মাস্টার্স) এ অধ্যায়নরত। তার বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাফেজ আবু হানিফ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা আ ম ম আবদুল হক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা একেএম আবু ইউসুফ, অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাসান আল মামুন বলেন, আলহামদুলিল্লাহ, এই দায়িত্বের জন্য মহান আল্লাহ আমাদের মনোনীত করেছেন, আমরা যেন তা সুষ্ঠুভাবে পালন করতে পারি। সবার কাছে দোয়া প্রার্থনা করি। দ্রুত সময়ের মধ্যে জেলার অন্তর্গত উপজেলা, পৌর, কলেজসহ সাংগঠনিক বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। এরপর এক সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে ২০১২ সেশনে কিশোরগঞ্জ জেলাকে উত্তর ও দক্ষিণ শাখায় বিভক্ত করে পরিচালিত হয়ে আআসছিল। এবার আবারও কেন্দ্রীয় সিদ্ধান্তে ২০২৫ সেশন থেকে আবার উত্তর ও দক্ষিণ শাখাকে এক করে কার্যক্রম পরিচালিত হবে।

বিএইচ