চাঁদপুরে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০১-১০ ১৮:২৭:৪২


তাবলীগের নামে সাদ পন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুবায়ের পন্থী আলেম ও সাধারণ মুসল্লিরা।

(শুক্রবার ১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের প্রাণকেন্দ্র বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,তাবলীগের নামে সাদ পন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের সকল কর্মকান্ড নিষিদ্ধ করার জন্য আলেম ওলামাদের পক্ষ থেকে চাঁদপুরের প্রশাসনের কাছে আমরা লিখিত ভাবে বিভিন্ন দাবি জানিয়েছি। আমাদের দাবি সমুহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

বক্তারা আরো বলেন, ২০১৮ ও ২০২৪ সালে সন্ত্রাসী হামলায় নেতৃত্বদানকারী খুনি ওয়াসিফ, ওয়াসিম পুত্র ওসামা, মুয়াজ বিন নুর ও আব্দুল্লাহ মানসুরগংকে অতি দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশ শেষে সাধারণ ধর্মপ্রাণ তৌহিদী জনতার উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পৌর বাস টার্মিনালে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান,ষোলঘর মাদ্রাসার মুহতামিম মুফতি লিয়াকত হোসেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা খাজা আহমাদুল্লাহ সহ আরো অনেকে।

এনজে