কাঁটাতার বসানোর কাজ বন্ধ না করলে গুলি করব: হিন্দুস্তান টাইমস
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০১-১০ ১৯:৩৫:২১
ভারতের গণমাধ্যম হিন্দস্তান টাইমস শুক্রবার (১০ই জানুয়ারি), সংবাদমাধ্যম এবিপি আনন্দে তাঁদের এক প্রতিবেদনের বরাতে দাবি করে, ‘কাঁটাতার বসানোর কাজ বন্ধ না করলে গুলি করব’ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করলেন এক ব্যক্তি দাবি ভারতের এই গণমাধ্যমের।
এ বিষয়ে সংবাদমাধ্যম এবিপির বরাতে হিন্দুস্তান টাইমস আরো জানায়, ওই ব্যক্তি জানিয়েছেন, মালদা বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য গ্রাম থেকে ২০ জনের মতো গিয়েছিলেন। সেইসময় বিজিবির সদস্যরা এসে বলেন যে এখনই কাজ বন্ধ করতে হবে। নাহলে তাঁরা গুলি চালাতে বাধ্য হবেন। যে ভারতীয়রা কাজ করছিলেন, তাঁদের সেই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
হিন্দুস্থান টাইমসের এমন সংবাদের পর দেশজুড়ে উঠে আলোচনার ঝড়।এ বিষয়ে অবশ্য কোন পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বিবৃতি পাওয়া যায় নি।
অবশ্য বিবিসি বাংলা তাঁদের ৯ই জানুয়ারির এক প্রতিবেদনে জানায়,যশোর-সাতক্ষীরা সীমান্ত পাহারায় নতুন কিছু ব্যবস্থা নিয়েছে বিএসএফ।
এনজে