থানা থেকে আসামি ছিনতাই
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্লকেড
প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-১১ ১৫:৫৩:০৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতাকে থানায় ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। তবে এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেন আন্দোলনকারীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় মূল এক্সপ্রেসওয়েতে যান চলাচল। দেখা দেয় কয়েক কিলোমিটার যানজট।
এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের আশ্বাস ও ২ ঘণ্টার মধ্যে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানান, সুশাসন প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন। তবে আন্দোলনের পরও থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের নেক্কারজনক ঘটনা কেউ মানবে না। এমন হলে যে কেউ আসামিকে থানা থেকে ছিনিয়ে নেবে, বিশৃঙ্খলা তৈরি করবে। কাউকে ভোগান্তি নয়, ঊর্ধ্বতন মহলকে বার্তা দিতে এই সড়ক ব্লকেড।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করে। তাদের দাবি আমরা শুনেছি। দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা রাস্তা ছেড়ে যায়। ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে।
শুক্রবার আটক করা হয় মারামারির মামলার এজহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে। রাত ১০টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে আটককে ছিনিয়ে নেন অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে সড়ক ব্লকেডের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিএইচ