তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১২ ১০:০৫:৪১
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১২ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
বিএইচ