তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-১৩ ১০:৩৯:১৯


আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি রাজশাহী-চিলাহাটী ‍রুটে চলাচল করে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন, রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।

এ বিষয়ে তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুইটি চাকা লাইনের বাইরে এসেছে। এখনো উদ্ধার কাজ চলছে।

তিনি আরও বলেন, এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এনজে