ইউরোপীয় ৩ দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০১-১৩ ১৪:৫২:৪৫
ইউরোপীয় তিন পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সাথে পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহ আগে এই আলোচনা হতে চলেছে।
সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি বলছে, গত বছরের নভেম্বরে তেহরান এবং ই-৩ নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তিধর তিনটি দেশের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের পর দুই মাসেরও কম সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসছে তারা।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে বলেছে, “এগুলো কোনও আলোচনা নয়”। অন্যদিকে ইরান একইভাবে জোর দিয়ে বলেছে, এই আলোচনা কেবলই “সলা-পরামর্শ”।
এর আগে গত সপ্তাহে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ই-৩ দেশগুলো “ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি কূটনৈতিক সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে, এই বৈঠকটি তারই ইঙ্গিত। তবে এর অগ্রগতি অত্যন্ত সমস্যাযুক্ত”।
প্রসঙ্গদ, গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। আর ট্রাম্পের হোয়াইট হাউসে আসন্ন প্রত্যাবর্তনের আলোকে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নতুন করে দৃষ্টি দেওয়ার জন্যই সোমবারের বৈঠকটি হতে চলেছে।
এর আগে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প ইরান ইস্যুতে “সর্বোচ্চ চাপের” নীতি অনুসরণ করেছিলেন। এমনকি ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকেও একতরফা ভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।
বিএইচ