বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে শোকজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১৩ ২০:১৯:৩০


বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে দলটির কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশ আজ সোমবার দুপুরে দুই নেতার কাছে পৌঁছেছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, নোটিশ পেয়েছি। আমাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমরা কোনো শোডাউন করিনি। ঢাকা থেকে ফেরার খবরে উৎসুক নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে।

উল্লেখ্য, শনিবার দুপুরে ঢাকা থেকে বরিশালে ফেরেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। নেতাকর্মীরা দুই নেতার সঙ্গে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর প্রান্ত থেকে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত আসেন। তখন দুই নেতাকে বহনকারী পৃথক মাইক্রোবাসের পেছনে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেলে চড়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সভায় যোগ দেন।

বিএইচ