হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ছিল : দুদু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১৫ ১৫:১৫:১৭
শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, অনেকেই বিশ্বাস করেছিল এই দানব সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র, জনতা বুকের তাজা রক্ত দিয়ে তাকে বিদায় করেছে।
দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছেন, লিখেছেন তারাও নির্যাতনের শিকার হয়েছেন। জেল জুলুমের শিকার হয়েছেন। বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন যার কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। তেমনি সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছেন।
যারা স্বৈরাচারী পন্থায় গত ১৬-১৭ বছর শাসন করেছে। তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ তার নাতি নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে এজন্য শুধু রাজনৈতিক দলের ওপর দায়িত্ব দিলেই হবে না। এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সঙ্গে জড়িত তাদেরও সজাগ থাকতে হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সবচেয়ে বেশি পারে দুর্নীতি লুটপাটের খবর সামনে নিয়ে আসতে। যদিও তাদের ঝুঁকি বেশি তারপরও তাদের এই কাজগুলো করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, সম্পাদক মোখলেসুর রহমান মাসুমসহ আরও অনেকে।
বিএইচ