জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১৫ ১৫:৪৮:৪৬


বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় দলটির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জামায়াত।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সব ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এনজে