ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-১৬ ১৩:৫২:০৭


ফরিদপুরের কানাইপুরে চাঞ্চল্যকর ওবায়দুর খান (২৮) হত্যা মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাভ হুসাইনসহ (৫৪) দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার অপর আসামি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের  বাসিন্দা জাহিদ শেখ (৪০)। তারা দুজনই হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিন আসামি গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আলী আরশাদ।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিকালে নিহত ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০/১৫ জনের বিরুদ্ধে। এ সময় তার দুই চোখে পেরেকে ঢুকিয়ে খোঁচানো হয় এবং রগ কেটে পা ভেঙে ফেলা হয়। পরে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত ওবায়দুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে এবং পেশায় কৃষি ও কাঠমিস্ত্রির কাজ করতেন। তার পাঁচ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

এ ঘটনার পর শনিবার রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান আসামি করে  ১৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন ওবায়দুরের বাবা বিল্লাল খান। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী খ্যাত খায়রুজ্জামান খাজা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

এনজে