‘ডায়াবেটিস-কিডনি-ক্যানসার রোগীদের বিশেষ সতর্ক থাকতে হবে’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-১৬ ২১:১৯:১৪
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির রোগ, সিওপিডি, অ্যাজমা, ক্যানসারের মতো জটিল রোগ আছে তাদের বিশেষভাবে এইচএমপি ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
তারা বলেন, লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে এবং পর্যাপ্ত পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেলে এই রোগ ভালো হয়ে যায়। একাধিক রোগে আক্রান্ত ব্যক্তি ছাড়া অন্যদের ক্ষেত্রে এই রোগ শনাক্তকরণের জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগ আয়োজিত ‘ইমার্জিং ট্রেন্ডস হিউম্যান মেটানিউমোভাইরাদ: এ নিউ থ্রেট টু বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
যারা ক্যানসারে আক্রান্ত এবং যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের জন্য ঝুঁকি রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, আমাদের পরামর্শ, ব্যক্তিগতভাবে খুবই স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ অনুসরণ করতে হবে। এটা নিয়ে কোনোভাবে ভয় পাওয়ার কারণ নেই। আমাদের হাসপাতালে কিট আছে এই রোগ নির্ণয়ের। প্রতিটির দাম ৫০০০ টাকা। এই সংকটকালীন সময়ে আমরা কেন রাষ্ট্রের এত টাকা নষ্ট করব? একান্ত গুরুতর ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী আমরা পরীক্ষা করব। এই ভাইরাসটি আগেও ছিল, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়াটা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এইচএমপিভি একটি পুরোনো ভাইরাস। এই ভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। হাত ধোয়া ও মাস্কের ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্তকরণের পরীক্ষা ও এই ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বিএসএমএমইউর সব রকমের প্রস্তুতি রয়েছে।
সেমিনারে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, এটি নতুন কোনো ভাইরাস নয়। এটি ইনফ্লুয়েঞ্জা রেস্পিরেটরি সিনসাইশিয়াল এর মতোই সাধারণ একটি ভাইরাস। সর্বপ্রথম নেদারল্যান্ডসে ২০০১ সালে এইচএমপিভি মানুষের শরীরে শনাক্ত হয় এবং বাংলাদেশে প্রথম ২০১৭ সালে এইচএমপিভি সংক্রমণ শনাক্ত হয়। ২০১৭ সাল থেকে প্রায় প্রতি বছরই আমাদের দেশে এইচএমপিভি শনাক্ত হয়ে আসছে। এটি আসলে মারাত্মক কোনো ভাইরাস নয়, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সাধারণত জ্বর, কাশি, নাক বন্ধ, গলাব্যথা এসব লক্ষণ নিয়ে আসতে পারে। এছাড়াও চামড়ায় র্যাশ এবং কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে। এই ভাইরাসটির মাধ্যমে যে কেউ আক্রান্ত হতে পারে। তবে শিশু, বয়স্ক মানুষ এবং যারা রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন কোনো ঔষধ সেবন করছে যেমন- কেমোথেরাপি, স্টেরয়েড ইত্যাদি, তাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা সবচাইতে বেশি।
তিনি বলেন, এই ভাইরাসটি সাধারণত জটিল আকার ধারণ করে না। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, সিওপিডি, অ্যাজমা অথবা ক্যানসারের মতো জটিল রোগ আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই ভাইরাসটি সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই কিছু নিয়মকানুন মেনে চললে খুব সহজেই এই রোগের বিস্তার রোধ করা সম্ভব। যেমন বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সাবান, পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে, হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে নিতে হবে। টিস্যু না থাকলে হাতের কনুই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি-কাশি দিতে হবে। আক্রান্ত ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, জনসমাগম বা ভিড় এড়িয়ে চলতে হবে ।
এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো সুনির্দিষ্ট অ্যান্টি ভাইরাল ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি,। তবে অন্যান্য সাধারণ সর্দি-জ্বরের মতোই এ রোগের জন্য আলাদা কোনো চিকিৎসার দরকার নেই। শুধু লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলেই এই ভাইরাসে আক্রান্ত রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। যেমন- জ্বর হলে প্যারাসিটামল, সর্দি-কাশি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হয়। একই সঙ্গে রোগীকে পর্যন্ত পরিমাণে তরল খাবার (পানি, ফলের রস) ও পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। যেহেতু শুধু লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে এবং পর্যাপ্ত পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেলে এই রোগটি ভালো হয়ে যায়। তাই ভয় না পেয়ে বা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াটা খুব জরুরি।
অন্য বক্তারা বলেন, এইচএমপিভি আক্রান্তদের জন্য বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতি নেই। তাই সতর্ক থাকার ওপরেই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাছাড়া এই ভাইরাসের চিকিৎসায় অ্যান্টি-ভাইরাল ওষুধ ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছেন চীনের সাংহাই হাসপাতালের চিকিৎসক এবং ভাইরোলজিস্টরা।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন।
বিএইচ