কেপিপিএল চেয়ারম্যান আমজাদ হোসেনের আরও ১৩ মামলায় জামিন

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০১-১৮ ২১:৪০:১০


পুঁজিবাজার তালিকাভুক্ত খুলনা পেপার ও প্রিন্টিং লিমিটেডের (কেপিপিএল) চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের আরও ১৩ টি মামলার জামিন আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ই জানুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে ১৩ টি মামলার জামিন আবেদন করেন এসএম আমজাদ হোসেনে। আদালত আবেদন মঞ্জুর করে ১৩ টি মামলার জামিন আদেশ দেন।

কোম্পানিটির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের আইনজীবী আদালতকে অবহিত করেন কিভাবে বিগত সরকারের স্বার্থান্বেষী মহলের চাপে কেপিপিএলসহ আমজাদ হোসেনের ১৭ টি শতভাগ রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান এক প্রকার বেদখল হবার আশঙ্কা সৃষ্টি হয়।

এমতাবস্থায় বিগত সরকারের প্রত্যক্ষ ইন্ধনে, দুদকের হয়রানিমূলক মামলার দরুণ – প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কিত সকল ব্যাংক একাউন্ট এবং লোন ফেসিলিটিগুলো অচল হয়ে পড়ে। যার ফলে দক্ষিণাঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠান কেপিপিএল এবং অন্যান্য প্রথিষ্ঠান বিগত ৩ বছর একপ্রকার বন্ধ থাকতে বাধ্য হয় । সেইসাথে ১৫ হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী (যাদের অধিকাংশ নারী) চাকুরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।

ব্যাংকের টাকা এবং অন্যান্য সকল দিক বিবেচনায় মহামান্য আদালত এসএম আমজাদ হোসেনের ১৩ টি মামলার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তিনি ১৫ টি মামলায় জামিন পেয়েছেন।

এসময় আমজাদ হোসেন আদালতকে ব্যাংকের কিস্তি নিয়মিত পরিশোধ এবং একইসাথে অনতিবিলম্বে কলকারখানাগুলো চালু করে হাজার হাজার কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থানে ফিরিয়ে আনতে তার প্রতিশ্রুতির কথা জানান। ইতোমধ্যে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে কেপিপিএলের অবস্থান সম্পর্ক জানিয়েছেন।