হাড় কাঁপানো শীতে স্থবির চুয়াডাঙ্গা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২০ ১১:৩২:৫৯
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে। হাড় কাঁপানো শীতে স্থবির জেলার জনজীবন। সোমবার সকাল ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীতে ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটো খাওয়া মানুষজন।
অনেকের শীতের কাপড় না থাকায় দুর্ভোগ বেড়ে দ্বিগুণ। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এ ছাড়া শীতজনিত রোগী নিয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারিভাবে এ জেলায় প্রায় ২৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
ত্রাণ মন্ত্রণালয়ে আরও চাহিদাপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারিভাবে জেলার বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, গত তিনদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এনজে