যুদ্ধবিরতি ইসরাইলের জন্য বড় পরাজয়: ইরানি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০১-২০ ১৩:০১:৫১


দখলদার ইসরাইলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার অর্থ ইসরাইলিদের বড় পরাজয় হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

জেনারেল কানি রোববার (১৯ জানুয়ারি) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

জেনারেল ইসমাইল কানি আরও বলেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর ১৫ মাস ধরে সীমাহীন নৃশংসতার পর, নির্মম, রক্তপিপাসু এবং শিশুহত্যাকারী ইহুদিবাদী সরকারকে চরম অবমাননার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়েছে।

কানি বলেন, গাজায় যুদ্ধবিরতি ইসরাইলি সরকারের ওপর আরোপিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে অতীতে ফিলিস্তিনিরা যে সমস্ত ধারার ওপর জোর দিয়েছিল তা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ইহুদিবাদী সরকারের অপমান এবং তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কথা (রোববার) উন্মোচিত হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

এনজে