আগে সংস্কার পরে নির্বাচন: মোহাম্মদ তাহের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২০ ১৫:৪২:৫৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার না করে নির্বাচন হলে আগের মতই ত্রুটিপূর্ণ হবে। তাই আগে মৌলিক সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকায় সফররত জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন তিনি।
মোহাম্মদ তাহের বলেন, প্রতিনিধি দলের সঙ্গে স্বচ্ছ নির্বাচন করার জন্য কী কী করা দরকার সেটা নিয়ে কথা হয়েছে।
এসময় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও সংবিধানের কিছু মৌলিক বিষয় পরিবর্তনের কথা জানান তিনি।
এম জি