বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিল সিভিও পেট্রোক্যামিক্যাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-২০ ১৮:৫৩:০০
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করেছে পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারি পিএলসি। সোমবার (২০ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জনা যায়, ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের তথ্য জানিয়েছে কোম্পানিটি। এর আগে ২০১৫ সালে ১৫ শতাংশ, ২০১৬ সালে ২৫ শতাংশ, ২০১৮ ও ১৯ এ ২ শতাংশ হারে, ২০২৩ সালে ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
এছাড়া প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ২৫ শতাংশ, ১৭ সালে ২ শতাংশ ও ২০২১ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিটি ২০১০ সাল থেকে বোনাস লভ্যাংশ প্রদান করে।
কোম্পানীটির বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে মোট মুনাফা ছিল ১১ কোটি ৬০ লক্ষ ৬২ হাজার ৭১১ টাকা। এর আগের অর্থবছরে যা ছিল ৫ কোটি ৮৩ লক্ষ ৬৭ হাজার ৪৫৪ টাকা।
এছাড়া গত অর্থবছরে উল্লেখযোগ্য পরিচালন মুনাফা অর্জন করে প্রতিষ্ঠানটি। ২০২৩-২৪ প্রান্তিকে যার পরিমাণ ৯ কোটি ৬৭ লক্ষ ২৮ হাজার ১৪৪ টাকা। যা আগের বছরে (২০২২-২৩ প্রান্তিকে) ছিল ৪ কোটি ১৬ লক্ষ ৬৭ হাজার ৬১৭ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় ৫ কোটি ৫০ লক্ষ ৫১ হাজার ৫২৭ টাকা বেশি পরিচালন মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
নিট মুনাফা বা প্রকৃত মুনাফাতেও প্রবৃদ্ধি দেখিয়েছে প্রতিষ্টানটি। ২০২২-২৩ অর্থবছরে যেখানে নিট মুনাফা ছিল ১ কোটি ২৯ লক্ষ ১ হাজার ৫৮৬ টাকা সেখানে ২০২৩-২৪ প্রান্তিকে নিট মুনাফা ৬ কোটি ৪৯ লক্ষ ৯৭ হাজার ১৭২ টাকা। অর্থাৎ এখানেও আগের বছরের তুলনায় ৫ কোটি ২০ লক্ষ ৯৫ হাজার ৫৮৬ টাকা বেশি প্রকৃত মুনাফ অর্জন করেছে জ্বালানী ও বিদ্যুৎ খাতের এই প্রতিষ্টানটি।
শেয়ার প্রতি আয় বা ইপিএস দেখিয়েছে ২.৩৪ টাকা। যা আগের বছরে ছিল ০.৪৬ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১০.৩১ টাকা আগের বছরে যার পরিমাণ ছিল ৮.২৭ টাকা।
কোম্পানিটির মোট আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ ২ কোটি ৭৭ লক্ষ ৬৯ হাজার ৫০০। এর বেশিরভাগই সাধারণ বিনিয়োগকারীদের আওতায় রয়েছে। এছাড়া ডাইরেক্টরদের অধীন ৪৫.৩১ শতাংশ বিভিন্ন ইনস্টিটিউটের অধীন ১৬.৫৯ শতাংশ ও বিদেশী বিনিয়োগকারীদের অধীন ০.৪১ শতাংশ শেয়ার রয়েছে।
বিএইচ