রাবিতে পোষ্য কোটা বাতিল চূড়ান্ত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০১-২৬ ১৯:২৪:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চূড়ান্তভাবে পৌষ্যকোটা বাতিল করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ভর্তি কমিটি ও ভর্তি উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, আজ ভর্তি কমিটি ও ভর্তি উপ-কমিটির সভা হয়েছে। সেখানে পোষ্যকোটা বাতিল করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এর আগে, গত বছর সেপ্টেম্বর থেকেই পোষ্যকোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। ফলে পোষ্যকোটা ৪% থেকে কমিয়ে ৩% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে ১ জানুয়ারি সহায়তা ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কিন্তু এই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করে পরদিন প্রশাসন ভবন তালাবদ্ধ করে আন্দোলন করেন কিছু শিক্ষার্থী। শতাধিক কর্মকর্তা কর্মচারীকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। ফলে রাতেই উপাচার্য এই কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন। এ ঘটনার প্রতিবাদে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
এম জি