বাংলাদেশে এলো “আসুস জেনবুক ৩”
প্রকাশ: ২০১৬-১২-১৪ ১৮:১২:৪৫
বিশ্বখ্যাত ইলেক্ট্রনিক পন্য নির্মাতা আসুস দেশের বাজারে নিয়ে এলোনতুন আল্ট্রাবুক আসুস “জেনবুক ৩” (ইউ এক্স ৩৯০)। নজর কাড়া ডিজাইন এবং দারুন পার্ফরমেন্সের অনন্যসাধারণ সমন্নয়ের আসুস জেনবুক৩ ইতি মধ্যেই বিশ্ব ব্যাপি সাড়া জাগিয়েছে।
আসুস এর নতুন এই আল্ট্রাবুক-এ প্রথমেই নজর কাড়বে এর অসাধারণ ডিজাইন। এর বাহিরের গড়নেব্যবহার করা হয়েছে এইরোস্পেস গ্রেড আলুমিনিয়ামঅ্যালয়, যা আর দশটি সাধারণ নোটবুক থেকে একে করেছে ৫০% বেশি শক্তিশালী। রয়াল ব্লুরঙের এই নোটবুক এরচার পাশে সোনালি ফ্রেম নোটবুকটির ডিজানে এনেছে সম্পূর্ণএক নতুন মাত্রা।
আর এর সাথে মিলিয়ে এর কিবোর্ডেও যোগ হয়েছে সোনালি ব্যাকলিট। জেনবুক৩ এর ডিসপ্লের ব্যাজেল অত্যন্ত কম হওয়ায় এতে রয়েছে ৮২% স্ক্রিন বডি অনুপাত।মাত্র ৭.৫ মিলিমিটার ব্যাজেল এ মোড়ানো ১২.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেটিতে প্রোটেকশানের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪।মাত্র ৯১০ গ্রাম ওজনের আর ১১.৯ মিলি মিটার পাতলাহাল্কা এই আল্ট্রাবুকটি বহনেওঅত্যন্ত আরামদায়ক।
এতো হাল্কা ও পাতলা গড়নের আসুস জেনবুক ৩ পার্ফরমেন্সেও চমকপ্রদ। জেনবুক ৩ এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইন্টেলের ৭ম জেনারেশানের কোর আই ৭ প্রসেসর, যা বাজারের অনেক উচ্চমানের জনপ্রিয় ল্যাপটপে ব্যবহৃত প্রসেসর থেকে অধিকতর শক্তিশালী। এতে আরো থাকছে ৫১২ গিগাবাইটের ৩য় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি যা প্রচলিত সাটা-৩ এসএসডি থেকেও ৩ গুন দ্রুত ডেটা ট্রান্সফারে সক্ষম। আরো থাকছে ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম, যা এর ব্যবহারকারীকে দিবে স্বছন্দে একাধিক কাজ করার অভিজ্ঞতা।বিশ্বখ্যাতঅডিও টেকনোলজি নির্মাতা হারমান/কারডন আর আসুস এর নিজস্ব সনিকমাস্টার টেকনোলজির পার্টনারশিপেতৈরি হয়েছে এর বিল্টিন ৪টি স্পিকার।
আসুস জেনবুবক ৩ এর আরেকটি চমক এর ব্যাটারি। এতে থাকছে ৪০ ওয়াটের লি পলিমার ব্যাটারি যা ৯ ঘন্টা পর্যন্ত নোটবুকটিকে সচল রাখতে সক্ষম। ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় মাত্র ৪৯ মিনিটেই ৬০% পর্যন্ত চার্জ নিয়ে নিতে পারে এই আল্ট্রাবুকটি।আসুস জেনবুক ৩-এ আরো থাকছে জেনুইন মাইক্রসফট উইন্ডোজ ১০ প্রো। সাথে রয়েছে টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৪.১, ডুয়েল ব্যান্ড ৮০২.১১এসি ওয়াইফাই, কার্ড-রিডার, কমবো অডিও জ্যাক ও এইচডিএমাই পোর্ট।বাংলাদেশের বাজারে নোটবুকটি পাওয়া যাবে রয়াল ব্লু রঙে। আসুস এর এই অত্যাধুনিক আল্ট্রাবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৯,০০০ টাকা।
১৪ ডিসেম্বর অনিষ্ঠিত প্রেস কনফারেন্সে উন্মোচন করা হয় নতুন এই পন্যটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল-ফুয়াদ ও প্রোডাক্ট ম্যানেজার আশিকুজ্জামান। বাংলাদেশে আসুস এরএকমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে উপস্থিত ছিলেন এমডি রফিকুল আনোয়ার ও ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।
আসুস বাংলাদেশের ওয়েবসাইটঃ www.asus.com/bd,আসুস বাংলাদেশের ফেইসবুক পেইজঃ www.facebook.com/ASUS.Bangladesh.
সানবিডি/ঢাকা/এসএস