শীতকালীন ছুটি শেষে জবিতে আজ ক্লাস শুরু
প্রকাশ: ২০১৭-০১-০১ ১২:৪৫:৪২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতকালীন ছুটি শেষে আজ থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণসংযোগ কর্মকর্তা ফিরোজ আলমস্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, শীতকালীন ছুটি ও যীশুখ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে গত ১৮ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর পর্যন্তসকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। তবে ৩০ ও ৩১ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিথাকায় আগামীকাল(১ লা জানুয়ারী ২০১৭) থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস