নতুন দুই ছবি নিয়ে আসছেন বাবা-মেয়ে

প্রকাশ: ২০১৭-০১-০২ ১১:২৩:১৭


dijolঅভিনেতা ডিপজল বলেন, আমি নানা কারণে চলচ্চিত্র থেকে সরে ছিলাম। তবে, আমার মেয়ে ওলিজা ও চলচ্চিত্রের কাছের মানুষদের উৎসাহে আবারো ফিরেছি। এখন থেকে নিয়মিত কাজ করবো। প্রতি মাসে দুটি করে ছবি বানাব।

০১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকার অদূরে সাভারে ডিপজলের শুটিং বাড়িতে নিজের প্রযোজিত দেশের হরর ছবি ‘মেঘলা’ ও ‘এককোটি টাকা’র মহরত অনুষ্ঠানে এ কথা বলেন অভিনেতা ডিপজল। ছবিগুলো পরিচালনা করবেন যথাক্রমে ডিপজল কন্যা ওলিজা ও ছটকু আহমেদ।

‘যেসব হলে ডিজিটাল ছবি দেখানো হচ্ছে সেখানে হল মালিক ও প্রযোজকের অনেক টাকা ব্যয় হয়ে যায় প্রজেক্টর ভাড়া করে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই সমস্যা দূর করতে কিছু কাজ করব। প্রাথমিকভাবে ১৫০টি সিনেমা হলে ডিজিটাল মেশিন বসাব। আপনারা সবাই পাশে থাকলে ধীরে ধীরে বাকি হলগুলোতেও মেশিন দেওয়া হবে। ‘ প্রতিটি মেশিনের জন্য খরচ পড়বে প্রায় সাড়ে ৩ লাখ টাকা। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা নেবেন ডিপজল।

ডিপজল বলেন, এখন ইন্ডাস্ট্রিতে অভিভাবক বলতে কিছু নেই। যে যার মতো আসছে, কাজ করছে, ব্যবসা করে চলে যাচ্ছে। দায়বোধ, শ্রদ্ধাবোধ কিছু নেই। নানা কারণে তারকাদের বিরুদ্ধে অনেক কথা শুনে কষ্ট পাই। যত বড় তারকাই হোক বেয়াদবি করা ঠিক না।