সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ও ভিডিওতে দেখা যায় পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছেন।
সরকারের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে, এই ঘটনা নভেম্বরে রাখাইন স্টেটে সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে।
ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ পর্যন্ত মিয়ানমার সরকার সব সময় বলে এসেছে রাখাইন স্টেটে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।
এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার।
এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় কোনো পর্যবেক্ষকের প্রবেশে বাধা রয়েছে। সূত্র বিবিসি বাংলা।