দুই বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টে ছুটি
প্রকাশ: ২০১৭-০১-০২ ১৩:৫১:২৪
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও হাইকোর্টের বিচারপতি জ্যোতিন্দ্র নারায়ন দেব চৌধুরীর মৃত্যুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিল বিভাগ ও হাইকোর্টে বিভাগে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ ছুটির ঘোষণা করেন।
গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার সন্ধ্যা সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিত্সা গ্রহণ করেন।
বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক শোক বাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।