কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

প্রকাশ: ২০১৭-০১-০২ ১৪:০৫:৪৮


kejriwalভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার হরিয়ানা রাজ্যে এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তাকে লক্ষ্য এই জুতা ছুড়ে মারেন এক যুবক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়। বিকাশ (২৬) নামের ঐ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি হরিয়ানার দাদরি জেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদের সময় বিকাশ দাবি করেন, হরিয়ানার স্বার্থের বিরুদ্ধে কথা বলায় কেজরিওয়ালের দিকে জুতা নিক্ষেপ করেন তিনি।
সভায় মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেজরিওয়াল। জুতা নিক্ষেপের ঘটনার পর কেজরিওয়াল বলেন, মোদী কাপুরুষ। সে জন্য তার তাঁবেদারদের পাঠিয়েছেন, আমার দিকে জুতা মারতে। তবে নোট বাতিল নিয়ে সত্য বলা থেকে আমি বিরত থাকব না।