ফ্যান মিটের আড্ডায় মানিক
আপডেট: ২০১৭-০১-০২ ১৭:৫২:২৬
আজ সন্ধ্যায় অগনিত ভক্তদের ভীড় উপচে পড়ে বারাসাতের সেন্ট জন্স এম্বুলেন্স হলে বাংলাদেশের জনপ্রিয় জীবনমুখী কন্ঠ শিল্পী আমিরুল মুমিনিন মানিক এর ‘ফ্যানস্ মিটে’।নিজের জীবন সংগ্রামের উত্থানের ইতিহাস খোলাখুলি শেয়ার করেন তিনি। ভক্তদের অনুরোধে গান গাইলেন, হাঁসালেন আর দুই বাংলার হৃদয় জুড়লেন নতুন আঙ্গিকে।
মাই টিভির এই সঞ্চালক, বিশিষ্ট সাংবাদিক ও বিশিষ্ট লেখকও বটে। ফ্যানেদের আবেগে আপ্লুত তিনি।এপার বাংলায় জীবনমুখী গানের প্রসার চান তিনি। এক্ষেত্রে তাঁর ভূমিকাও থাকবে- এ প্রতিশ্রুতি তিনি দেন।
তিনি বলেন ‘শুধু বাংলাদেশেই নয় এপার বাংলায়ও জীবনমুখী গানই হবে আগামীর প্রজন্মের গান।’ ভক্তদের অবশ্যই ওপার বাংলার ইলিশের নিমন্ত্রণ দিতে ভোলেননি নচিকেতার সাথে “আয় ভোর” এর ডুয়েট গাওয়া শিল্পী মানিক।
সানবিডি/ঢাকা/এসএস