‘আগুনের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন’

প্রকাশ: ২০১৭-০১-০৩ ১৩:২১:৪৭


ফাইল ছবি
ফাইল ছবি

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

শহীদুল বলেন, রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়। তার পর থেকেই তিনি মনিটরিং করছেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, দাহ্য পদার্থ ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। কাঁচা বাজার অংশ এখন পুড়ছে। কেন আগুনের এই ঘটনা তা তদন্ত করে দেখা যেতে পারে।