প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রিয়াজ-পূর্ণিমা
প্রকাশ: ২০১৭-০১-০৩ ১৩:৫৯:২৯
ঢালিউডের জনপ্রিয় জুটি রিয়াজ-পূর্ণিমা। একসঙ্গে তারা বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রচারণা চালাবেন।
মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে কার্যকরী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন রিয়াজ-পূর্ণিমা।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সমিতির সদস্যরা ২০১৭-১৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ওমর সানি- ফেরদৌস ও মিশা সওদাগর- জায়েদ খানের মোট দুটি প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে।