স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি: আঁখি আলমগীর
প্রকাশ: ২০১৭-০১-০৪ ১০:৪৮:০৫
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। বিশেষ করে তার স্টেজ শোতে মুগ্ধ দর্শক-শ্রোতা। তার গায়কী এবং সাবলীল পারফরমেন্স মুগ্ধ করে।
আঁখি বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি করছেন একক অ্যালবামের পরিকল্পনা।
ব্যস্ততা নিয়ে আঁখি আলমগীর ঢাকাটাইমসকে বলেন, ‘কণ্ঠশিল্পীদের এ মৌসুমটি হলো স্টেজ শোয়ের মৌসুম। আমিও স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছি। দেশের বিভিন্ন স্থানে শ্রোতাদের আমন্ত্রণে গান গাইতে যাচ্ছি। এতে খানিকটা ধকল গেলেও বেশ উপভোগ করি। কেননা, শ্রোতাদের সামনে স্টেজে গান করার আনন্দটাই অন্যরকম। দেশের বাইরেও যাই কনসার্টে। এ ছাড়া ছবিতে প্লেব্যাক করছি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শোতেও হাজির হচ্ছি। সর্বশেষ ডিসেম্বরে বৈশাখী টিভি ও আরটিভিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে লাইভ প্রোগ্রাম করলাম। এ ছাড়া নিয়মিতভাবেই টিভিতে শো করছি।’
আখিঁ জানান, তার সংগীত ক্যারিয়ারে এই পর্যন্ত ১৮টি সলো এবং ৪০টির মতো ডুয়েট ও মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময় প্রকাশ হওয়া এসব অ্যালবামে মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ‘জল পড়ে পাতা নড়ে’, ‘জোর কা ঝাটকা’, ‘শ্যাম কালিয়া’, ‘বন্ধু আমার রসিয়া’গানগুলি।
শ্রোতারা নতুন অ্যালবাম কবে পাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দর্শকরা চলতি বছরেই আমার অ্যালবাম পাবে। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বেশ কয়েকটি গানও গাওয়া হয়েছে। নাম এখনো ঠিক করিনি। সব গান শেষ করে এ বছরই বাজারে আসবে অ্যালবাম।’