ব্লকে ইবিএলের ১৪ লাখের বেশি লেনদেন
প্রকাশ: ২০১৭-০১-০৪ ১৭:২৫:১৮
ব্লক মার্কটে বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এই ব্যাংক ১৪ লাখ ৬৮ হাজার ৫৫৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লক মার্কেটে বুধবার মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ২১ লাখ ৭৫ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৬৪ লাখ টাকা।
এস. আলম কোল্ড রোল্ড স্টিল ৪ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ৭৪ লাখ টাকা।
সোস্যাল ইসলামী ব্যাংক এক লাখ ৮১ হাজার ৯০১টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩২ লাখ টাকা।
জাহিন স্পিনিং এক লাখ ২৫ হাজার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।