আমিরের স্ত্রী কিরণ এবার গায়িকার ভূমিকায়
প্রকাশ: ২০১৭-০১-০৫ ১৬:১৯:৩৩
বলিউড সুপারস্টার আমির খানের স্ত্রী কিরণ রাও সিনেমার নির্মাণের সঙ্গে যুক্ত থাকতেই ভালোবাসেন। তবে এর বাইরে নানা প্রতিভা আছে তার। ভালো অভিনয় পারেন, গানের গলাও বেশ ভালো। সিনেমায় অভিনয় করার কারণে কিরণের অভিনয়প্রতিভা সম্পর্কে অধিকাংশ বলিউডপ্রেমীই অবগত।
কিন্তু কিরণের সঙ্গীতপ্রতিভা বন্দী ছিল আমিরের ঘরের চার দেয়ালেই। সময় পেলেই আমির স্ত্রীর গান শুনেন। সম্প্রতি তার জোরাজুরিতেই ‘সত্যমেভ জয়তে’র একটি ভিডিওর জন্য কণ্ঠ দেন কিরণ। সবাই প্রশংসা করেছেন গানটির। কিন্তু শুরুতে কিরণ রাজিই হচ্ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত স্বামীর আদেশে করতে বাধ্য হন। নতুন এ কাজে সাহস জোগানোর জন্য স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন কিরণ।
এ সম্পর্কে আমির বলেছেন, রোজ সন্ধ্যায় আমি বসে কিরণের গান শুনি। ভাবলাম, সবারই ওর গান শুনতে পাওয়া উচিত!