ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ: ২০১৭-০১-০৭ ১০:৫৬:০৮


trainপ্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের কাছে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ।

খবর পেয়ে ভোরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জনটি উদ্ধার করার পর সকাল সোয়া ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের উপ সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।