রোববার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি
প্রকাশ: ২০১৭-০১-০৭ ১২:০০:৫০
দশম জানুয়ারি সংসদ নির্বাচনের বছরপূর্তির দিনটিকে ঘিরে বিএনপিকে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
রোববার দেশের প্রতিটি জেলা, থানা, উপজেলা, বিভাগীয় শহর ও রাজধানীর প্রতিটি থানায় এ কর্মসূচি পালিত হবে।
শনিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।