সপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতে

প্রকাশ: ২০১৭-০১-০৭ ১৩:০৪:১০


DSE.CSEবিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১৯ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র একটি খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক বর্হিভূত আর্থিক খাতে। এই খাতে ৭ দশমিক ৮ শতাংশ দর বেড়েছে। এরপরে ভ্রমণ-অবকাশ খাতে ৬ দশমিক ৮৫ শতাংশ দর বেড়েছে।

অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৬ দশমিক ৭৮ শতাংশ,  প্রকৌশল খাতে ৬ দশমিক ৩১ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৬০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ২৭ শতাংশ, সিরামিক খাতে ২ দশমিক ১৪ শতাংশ,  খাদ্য-আনুসঙ্গিক খাতে  দশমিক  ৯৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ দশমিক ৫১ শতাংশ, সাধারণ বিমা খাতে ২ দশমিক ৫৭ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ২৫ শতাংশ, আইটি খাতে ৪ দশমিক ৬ শতাংশ ও বিবিধ খাতে ৪ দশমিক ৫৬ শতাংশ দর বেড়েছে।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৬৫ শতাংশ, ওষুধ খাতে ৩ দশমিক ৩৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ২ দশমিক ৩৯ শতাংশ, ট্যানারি খাতে ৩ দশমিক ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ২৪ শতাংশ ও টেক্সটাইল খাতে ৩ দশমিক ৬০ শতাংশ দর বেড়েছে।