উত্তরায় আদনান হত্যার ঘটনায় দুজন গ্রেফতার

প্রকাশ: ২০১৭-০১-০৭ ১৬:০৫:২৪


Arrest.2রাজধানীর উত্তরায় ৮ম শ্রেণির শিক্ষার্থী আদনান কবির হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন সাদাফ জাকির ও নাসির মো. আলম।

শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারের জের ধরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাড়ির সামনে অষ্টম শ্রেণির ছাত্র মো. আদনান কবিরকে (১৪) হকি স্টিক দিয়ে পিটিয়ে এবং দেহের বিভিন্ন স্থানে স্ক্রু ঢুকিয়ে হত্যা করে কয়েক দুর্বৃত্ত।

পরে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।