বিএসইসির নতুন ভবন উদ্বোধন কাল
প্রকাশ: ২০১৭-০১-০৭ ১৮:০৭:২৩
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত “সিকিউরিটিজ কমিশন ভবন” ও “দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি” কার্যক্রম আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সিকিউরিটিজ কমিশন ভবন উদ্বোধন করবেন। ভবনটির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএসইসির “দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি” কার্যক্রম সংক্রান্ত ওয়েব সাইটের শুভ উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার, মন্ত্রী, সংসদ সদস্য, এটর্নী জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন কমিশনের প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রাণলয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা।