মালাইকার বিরুদ্ধে চুরির অভিযোগ
প্রকাশ: ২০১৭-০১-০৮ ১০:৫০:৫৬
বর্ষবরণের রাতে ভারতের বেঙ্গালুরুতে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও মালাইকা অারোরা খান। কিন্তু ইনস্টাগ্রামে লেখা মালাইকার সেই প্রতিবাদী পোস্টটি আসলে নাকি নকল করা!
বেঙ্গালুরুর ঘটনার প্রতিবাদ করে মালাইকা যে পোস্ট করেছেন, সেটা দর্শন মণ্ডকার নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়াতেই করা পোস্টের সঙ্গে হুবহু মিলে গেছে। সেই ব্যক্তির লেখা এবং নায়িকার পোস্টের প্রতিটা শব্দ এক। সোশ্যাল মিডিয়ায় দু’জনের পোস্টের সময় দেখলে বোঝা যায়, ওই ব্যক্তিই লেখাটা আগে লিখেছিলেন। তারপর থেকেই মালাইকার এই কপি-পেস্ট করা নিয়ে জোর গুঞ্জন উঠেছে!