প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা : একই পরিবারের ৫ জন নিহত

প্রকাশ: ২০১৭-০১-০৮ ১০:৫৪:১৯


trainগাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া জানা যায়নি।

জানা গেছে, কালিয়াকৈর থেকে প্রাইভেটকারে করে পরিবারের পাঁচ সদস্য ঢাকায় যাচ্ছিল। প্রাইভেটকারটি উপজেলার গোয়ালভাথান রেলক্রসিংয়ে পৌঁছালে গাজীপুর থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এবং ভিতরে থাকা একই পরিবারর পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন।