রাজশাহীতে বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা, ছেলে আটক
প্রকাশ: ২০১৭-০১-০৯ ১৪:৩১:১০
রাজশাহীতে বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে শরীফুল ইসলাম ওরফে শরীফকে (৩০) আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল শেখ (৬৫)। ঘটনার পর মহানগরীর রাজপাড়া থানা পুলিশ শরীফকে আটক করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পর ছোট ছেলে শরীফকে বাড়ি থেকে আটক করা হয়। আর কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।
সানবিডি/ঢাকা/এসএস