বনানীর হরাইজন টাওয়ারে আগুন
প্রকাশ: ২০১৭-০১-০৯ ১৬:২৭:৩০
রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুন লাগার পর দুই ঘণ্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ১৮ তলা ওই ভবনটিতে আগুন প্রথম ও দ্বিতীয় তলায় ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।
বনানী ১৭ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ি ‘বসতি হরাইজন টাওয়ার’রে বিভিন্ন গণমাধ্যমসহ বেশ কয়েকিট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ভবনটিতে অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন ডটকম, দৈনিক খোলাকাগজ এবং নীলসাগর গ্রুপের কার্যালয় অবস্থিত।
খোলা কাগজ পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক লস্কর সাইফ উদ দৌলা ঢাকাটাইমসকে জানান, বেলা আড়াইটার দিকে ভবনের বেজমেন্ট গাড়ি পার্কিং লিফটে আগুন লাগে। পরে তা দোতলা পর্যন্ত ছাড়ায়।
এই সংবাদকর্মী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পাশের ভবনের সঙ্গে সংযোগ স্থাপন করে ওই ভবনে আটকে পড়া সদস্যদের উদ্ধার করে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও এই সংবাদকর্মী জানান।
দমকল বাহিনীর অপারেটর জিয়াউর রহমান জানান, ‘আমাদের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কীভাবে আগুন লেগেছে ফায়ার সার্ভিস এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানায়নি।