‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্মদাত্রী’র মৃত্যু

প্রকাশ: ২০১৭-০১-১১ ১০:৪৩:২৯


clare_hollingworthদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ভীকভাবে নিজ দায়িত্ব পালন করে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে ওঠেন ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওর্থ। তার অনুসন্ধানকৃত তথ্যের জেরেই বেঁধে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই ক্লেয়ার হলিংওর্থ ১০৫ বছর বয়সে হংকংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মঙ্গলবার ফেসবুকে হলিংওর্থ গ্রুপের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় টেলিগ্রাফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ডেইলি টেলিগ্রাফের হয়ে সংবাদ সংগ্রহ করতেন ক্লেয়ার। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডেইলি টেলিগ্রাফের সম্পাদক ক্রিস ইভানস।

১৯৩৯ সালের আগস্টে পোল্যান্ডে প্রতিনিধি হিসেবে কাজ করেন ক্লেয়ার হলিংওর্থ। আর এটাই তাকে সুযোগ করে দেয়  ‘শতাব্দীর সেরা স্কুপ সংবাদ’ প্রকাশ করার। জার্মানির নাৎসি অধ্যুষিত এলাকায় ট্যাঙ্ক, সেনার গাড়ি ও অস্ত্রশস্ত্র দেখে আন্দাজ করেন হামলা চালাতে পারে জার্মান নাৎসি বাহিনী। ওই ঘটনা নিয়ে ক্লেয়ারের তৈরি প্রতিবেদনের ওপর ভর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হয়। ক্লেয়ারের বয়স তখন ছিল মাত্র ২৭ বছর।