শিকাগোতে বিদায়ী ভাষণে বারাক ওবামা
প্রকাশ: ২০১৭-০১-১১ ১১:০২:০১
শিকাগোতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণ দিলেন বারাক ওবামা। বক্তব্যে প্রেসিডেন্ট থাকাকালে পালন করা দায়িত্ব নিয়ে কথা বলেন তিনি। এ সময় ওবামা বলেন, যেখান থেকে আমি শুরু করেছি, সেখানেই ফিরে এসেছি।
২০০৮ সালে এই শিকাগো থেকেই বিজয়ী হন বারাক ওবামা। সে সময় যুক্তরাষ্ট্রের এই রাজ্য থেকে সমর্থকদের অভিনন্দন জানিয়েছিলেন বারাক ওবামা ও মিশেল ওবামা। আর সে কারণেই বিদায়টাও জানানো হচ্ছে শিকাগো থেকে।
এ সময় ওবামা বলেন, ৮ বছর আগে যে অবস্থায় ছিল, বর্তমানে তার থেকে আরো দৃঢ় ও ভাল অবস্থায় আছে আমেরিকা।
তিনি আমেরিকান নাগরিকদের অনুরোধ করেন অন্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়কে উপলব্ধি করার জন্য। ওবামা বলেন, আমাদের মনোযোগ দেয়া উচিত এবং শোনো উচিত।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ২০০৮ সালে দায়িত্ব নেন বারাক ওবামা। বর্তমানে ৫৫ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট আশা ও পরিবর্তনের বাণী নিয়ে ক্ষমতায় এসেছিলেন। চলতি মাসের ২০ তারিখে তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প।
ওবামা তার বক্তব্য আরো বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ‘নিদর্শন’ স্বরূপ। যদি আপনি মনে করেন, এই দেশের সকল নাগরিকের সমান আর্থিক অধিকারের সুযোগ নেই; তাহলে গণতন্ত্র কার্যকর সম্ভব হবে না। বিবিসি।