মাওলানা সাদের ইজতেমা অনিশ্চিত, দিল্লি বিমানবন্দর থেকে ফেরত
প্রকাশ: ২০১৭-০১-১২ ১৮:৫৫:৩১
১৩ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লি নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সাদের অংশগ্রহণ অনিশ্চিত। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (আইজিআই) কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়া তিনি বাংলাদেশগামী ফ্লাইটে উঠতে পারেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তিনি কবে নাগাদ বাংলাদেশে আসবেন।
মাওলানা সাদ গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন। এর আগে মোনাজাতের পূর্বে তিনি শুধু হেদায়তি বয়ান করতেন।
মাওলানা সাদ তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.)-এর নাতি। বর্তমানে তিনি তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনে মুরব্বি হিসেবে পালন করছেন।
তবে বেশ কিছুদিন ধরে দিল্লির তাবলিগি মারকাজ নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর কিছু বক্তব্যকে ঘিরে আলেমদের মাঝে দ্বিধা তৈরি হয়। দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে বিশ্বের অন্য মারকাজের মুরুব্বিরা তাকে নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসন না হওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ না করতে অনুরোধ জানানো হয়। ধারণা করা হচ্ছে, এ বিষয়কে কেন্দ্র করেই মাওলানা সাদ দিল্লির ক্লিয়ারেন্স পাননি।