অন্যতম ‘পরিকল্পনাকারী রাজীব গান্ধী’ গ্রেপ্তার
আপডেট: ২০১৭-০১-১৪ ১৯:১০:২৮
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, গতকাল শুক্রবার রাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট টাঙ্গাইল থেকে রাজীবকে গ্রেপ্তার করে।
এ নিয়ে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করবে ডিএমপি। সেখানে বিস্তারিত জানানো হবে।
গত বছর ১ জুলাই হলি আর্টিজানে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত জঙ্গি নেতা তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম ও তানভীর কাদেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত হন।