কনডেনসেটের অভাবে সিভিওর উৎপাদন বন্ধ
প্রকাশ: ২০১৭-০১-১৬ ১২:৩৮:৩৮
জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারির উৎপাদন গত বছরের ২১ জুলাই থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কনডেনসেট (গ্যাসের উপজাত) স্বল্পতার কারণে গত ২১ জুলাই থেকে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির উৎপাদন বন্ধের তারিখ সম্পর্কে জানতে চাইলে, কোম্পানিটি এ তথ্য জানায়।
জানা গেছে, গত ১৭ জুলাই থেকে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু সিভিও পেট্রোকে চিঠির মাধ্যমে জানানো হয় ২৭ জুলাই। এরপরে সিভিও মজুদ থাকা কনডেনসেট দিয়ে ২০ জুলাই পর্যন্ত উৎপাদন চালু রাখে।