‘কেউ আইনের ঊর্ধ্বে নন, এটিই বার্তা’
প্রকাশ: ২০১৭-০১-১৬ ১৩:৫০:২৪
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় ২৬ জনের ফাঁসির মাধ্যমে কেউ আইনের ঊর্ধ্বে নন, এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা অন্য যে কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এ রায়ের মাধ্যমে এই মেসেজই পৌঁছে দেওয়া হয়েছে।’
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে র্যাব খাটো হয়নি, বরং আরো প্রতিষ্ঠিত হয়েছে।’